কামারখন্দে ফসলি জমিতে পুকুর খনন করায় যুবককে ৭ দিনের কারাদণ্ড
০২ নভেম্বর, ২০২৫ ০২:২১ পূর্বাহ্ন

  

কামারখন্দে ফসলি জমিতে পুকুর খনন করায় যুবককে ৭ দিনের কারাদণ্ড

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৯-০৫-২০২১ ০৮:৫৬ অপরাহ্ন
কামারখন্দে ফসলি জমিতে পুকুর খনন করায় যুবককে ৭ দিনের কারাদণ্ড
সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি নির্দেশনা অমান্য করে ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করার অভিযোগে সাদ্দাম সরকার (৩২) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৮ মে) বিকেলে উপজেলার চৌবাড়ী গ্রামে ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করায় সাদ্দামকে এ দন্ডাদেশ প্রদান করা হয়। সাদ্দাম সরকার বেলকুচি উপজেলার শেলবড়িসা গ্রামের শাহাদত আলী সরকারের ছেলে। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. নাজমুন নাহার জানান, চৌবাড়ী গ্রামে সরকারি অনুমতি না নিয়ে এক ব্যক্তি ফসলি জমি থেকে পুকুর খনন করে মাটি বিক্রি করায় একাধিক বার তাকে পুকুর খনন বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়। কিন্তু তিনি নির্দেশনা উপেক্ষা করে পুকুর খনন করায় ঘটনাস্থলে ওই ব্যক্তিকে না পাওয়ায় তার সহযোগীকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় মাটিবাহী একটি ট্রলি জব্দ করা হয়।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৯-০৫-২০২১ ০৮:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 739 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com