মাস্ক ব্যবহার বাধ্যবাধতা থাকলেও এর প্রভাব নেই সোনালী ব্যাংক চৌহালীতে
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৪-০৫-২০২১ ০৬:০৭ অপরাহ্ন
|
|
মাস্ক ব্যবহার বাধ্যবাধতা থাকলেও এর প্রভাব নেই সোনালী ব্যাংক চৌহালীতে
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সোনালী ব্যাংক লিমিটেড খাষকাউলিয়া শাখায় মাস্ক না ব্যবহার করেই অফিস করার অভিযোগ উঠেছে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ৷ মঙ্গলবার (৪ এপ্রিল ) সকালে সোনালী ব্যাংক লিমিটেড খাষকাউলিয়া শাখায় এমন দৃশ্য দেখা গেছে ৷ উল্লেখ্য : সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহীতা এবং রাস্তা-ঘাট, বাজার, শপিংমল, যানবাহন ছাড়াও সব জায়গায় মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা করা হলেও এর প্রভাব পড়েনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া শাখা সোনালী ব্যাংকে । সবকিছু চলছে আগের মতোই। বরং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন হয়ে পড়ছে ব্যাংক ম্যানেজার আব্দুল সবুর খানসহ কর্মচারীরা ।
চৌহালীর বিভিন্ন জায়গা, শপিংমলে দেদারসে মাস্ক ছাড়া ঘুরছে অনেকে। অধিকাংশ রিকশাচালক থেকে শুরু করে শপিংমলের বিক্রেতারাও মাস্ক না পরেই কাজ করছেন। কারো কারো মাস্ক থুতনিতে আটকানো। কেউ আবার নাকের নিচে মাস্ক নামিয়ে রেখে ঘোরাফেরা করছেন এমন চিত্র দেখা গেছে ব্যাংকে । প্রশাসনের তরফ থেকে মাস্ক ব্যবহারে তৎপরতা দেখা গেলেও বালাই নেই ব্যাংকে ৷
প্রসঙ্গ: মঙ্গলবার (২১ জুলাই ) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু শুরু স্ব স্ব প্রতিষ্ঠানকে এটি বাস্তবায়ন করার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ মানলেও মাস্ক না পরেই ঘোরাফেরা ও ব্যাংকিং সেবা দিচ্ছেন ব্যাংক ম্যানেজার । তবে তিনি মাস্ক পড়েনি কেন এমন প্রশ্নের জবাবে সদুত্তর দিতে পারেননি ৷
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৪-০৫-২০২১ ০৬:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 480 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ