বেলকুচিতে ৩'শ দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
২২ অক্টোবর, ২০২৫ ০৩:৫৯ অপরাহ্ন

  

বেলকুচিতে ৩'শ দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০২-০৫-২০২১ ০৩:১৩ অপরাহ্ন
বেলকুচিতে ৩'শ দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

বেলকুচিতে কে এম এম ষ্টীল কোং লিমিটেড তুর্কি'র পক্ষ থেকে ৩'শ দরিদ্রদের মাঝে ঈদ ব সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় কে এম এম ষ্টীল কোং লিমিটেড তুর্কি'র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর "২০২১" উপলক্ষে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, নগদ টাকা ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১লা মে) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড নাগগাঁতী গ্রামে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, নগদ টাকা ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

রাজাপুর ইউনিয়নে নাগগাঁতী ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মুকুল হোসেন উপস্থিত থেকে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও বস্ত্র সামগ্রীর মধ্যে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, তরুণ সমাজ সেবক মেম্বার পদ প্রার্থী মুকুল হোসেন, বিদেশ প্রবাসী তার ভাই মনির হোসেন সহ এলাকার গণ্যমান্য সচেতন ব্যক্তিবর্গ। ইতিপূর্বেও বিভিন্ন দুর্যোগে বিশেষ করে করোনা সংকটে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন মুকুল হোসেন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০২-০৫-২০২১ ০৩:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 577 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com