বেলকুচিতে পাট চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ
১২ অক্টোবর, ২০২৫ ১১:২১ অপরাহ্ন

  

বেলকুচিতে পাট চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০৪-২০২১ ০৯:১৬ অপরাহ্ন
বেলকুচিতে পাট চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ২০০ জন পাট চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করেছেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে পৌরসভা চত্বরে পাট অধিদপ্তরের উদ্যোগে পাট চাষীদের মাঝে প্রনোদনা হিসেবে সার ও বীজ তুলে দেয়া হয়। প্রতি জনকে ১কেজি পাটের বীজ ৫ কেজি ইউরিয়া ৩ কেজি পটাশ দেয়া হয়েছে। এ সময় পৌর সচিব আব্দুল ওহাব, প্রশাসনিক কর্মকর্তা বুলবুল অহম্মেদ, পাট অধিদপ্তর বেলকুচি অফিসের দায়িত্ব পাপ্ত কর্মকর্তা আরশেদ আলী, প্যানেল মেয়র ইকবাল রানা, কাউন্সিল ফজলুল হক ফজল, মাহবুবুল আজাদ তারেক, হাজী হাফিজুল, ইসমাইল হোসেন, মহিলা কাউন্সিলার র্স্বণা বেগম, যুবলীগ নেতা ফারুক সরকারসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৪-২০২১ ০৯:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 579 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com