উল্লাপাড়া পৌর মার্কেটে ব্যাপক ভিড়,স্বাস্থ্য বিধি মানছে না কেউ
২৪ অক্টোবর, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ন

  

উল্লাপাড়া পৌর মার্কেটে ব্যাপক ভিড়,স্বাস্থ্য বিধি মানছে না কেউ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৫-০৪-২০২১ ০৬:৫৬ অপরাহ্ন
উল্লাপাড়া পৌর মার্কেটে ব্যাপক ভিড়,স্বাস্থ্য বিধি মানছে না কেউ
চলামান লকডাউনের মধ্যেও প্রাণ ফিরে পেল উল্লাপাড়া পৌর মার্কেটের দোকানপাট। ১৮দিন বন্ধ থাকার পর সরকারি ঘোষনায় রোববার (২৫ এপ্রিল) এখানকার সব দোকানপাট ও শপিং মল খুলেছে। গত ৮ এপ্রিল থেকে এসব দোকান বন্ধ ছিল। দোকানপাট বন্ধ থাকলেও  উল্লাপাড়া পৌরসভার কাঁচা বাজার পুরোটাই খোলা ছিল। সেখানে প্রতিদিন ব্যাপক জনসমাগম হচ্ছে। এখানে আসা লোকজন স্বাস্থ্য বিধি ও সামজিক দূরত্ব কোনটাই মানাছেন না। তবে উপজেলা প্রশাসন বাাজারে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে সকল প্রয়াস চালিয়ে  যাচ্ছে ।রয়েছে তাদের নজরদারি। অবশ্য এবারের লকডাউনে বেশি সংখ্যক মানুষকে মাস্ক ব্যবহার করতে দেখ যাচ্ছে। এদিকে চলমান  রোজা ও ঈদকে সামনে রেখে সাধারণ লোকজনের  কেনাকাটার তাড়া রয়েছে। দোকানপাট খোলার  পর রোববার উল্লাপাড়া পৌর মার্কেটের বিপুল  সংখ্যক লোকজনের  উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ  করে কাপড় ও জুতার দোকানে বেশী ভিড় দেখা যায়। উল্লাপাড়া  খাঁন প্লাজা  মার্কেটে আসা ঝিকিড়া মহল্লার গৃহবধু জাকিয়া পারভীর জানান, অনেকদিন পর মার্কেটে এসেছি বাচ্চাদের কাপড় চোপড় কিনতে। বাড়িতে এ ক’দিন অনেকটা গৃহবন্দি ছিলাম। বাইরে এসে ভাল লাগছে। বেতবাড়ি গ্রামের আব্দুল আলীম জানালেন, আবার নতুন করে লকডাউনের আশংকায় ঈদের বাজার  তিনি এখই সেরে ফেলতে চান। তাই দোকানপাট খোলার খবর পেয়ে বাজারে এসেছেন।  উল্লাপাড়া পৌর শহরের থানা রোডের গনেশ ভান্ডার নামের মনোহারী দোকান মালিক দুলাল সাহা জানান, লকডাউনের মধ্যেও সরকার দোকান খুলে দেওয়ায় ব্যবসায়ীরা খুশি। তারা অনেক সমস্যায় পড়েছিলেন। প্রথম দিনে ভাল বেচাকেনা হচ্ছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-০৪-২০২১ ০৬:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 469 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com