.সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি ঘোষনা
২৪ অক্টোবর, ২০২৫ ১২:৪০ অপরাহ্ন

  

.সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি ঘোষনা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২২-০৪-২০২১ ০৯:০৮ অপরাহ্ন
.সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি ঘোষনা
প্রতিক্ষণ_ ব্লাড_ রিজার্ভেশন অব_ বাংলাদেশ (PBRB) এর প্রতিষ্ঠাতা সভাপতি ১৭ এপ্রিল - ২০২১ উক্ত কমিটি অন লাইনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দুই সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান সমন্বয়য়ক এ্যাড মাসুদুর রহমান । উক্ত আহবায়ক কমিটি আগামী দুই সাপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নির্বাচন কমিশন এর নিকট পেশ করার জন্য আহবান করেন। ২০ জন ছেলে এবং ৫ জন মেয়ে সহ মোট ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পরবর্তী এক বছরের (২০২১-২০২২) জন্য সিরাজগঞ্জ জেলা পরিচালনা কমিটি ঘোষণা করবেন।শাহ আলম সরকার সাহেদ আহ্বায়ক এবং আবুল কাশেম - সদস্য_সচিব সহ আহ্বায়ক শাহ আলম সরকার সাহেদ বলেন প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি যুব ও ক্রীড়া সংগঠকের আইকন প্রতিক্ষণ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি স্বপ্নদ্রষ্টা তারুন্যের অগ্রদূত রক্তযোদ্ধা সৈনিক আল সাজিদুল ইসলাম স্যারকে সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব নির্বাচিত করায় সিরাজগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২২-০৪-২০২১ ০৯:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1123 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com