বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের অর্থদণ্ড
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০৪-২০২১ ০৭:৫৮ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের অর্থদণ্ড
মহামারী করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউয়ে সর্বাত্মক কঠোর লকডাউনের নবম দিনে সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ জনকে ২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রোমণ প্রতিরোধের অংশ হিসেবে উপজেলার সর্বত্র জন সচেতনাসহ সরকারী স্বাস্থ্য বিধি ও নির্দেশনা সমূহ বাস্তবায়নের লক্ষ্যে জনস্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম রবিন শীষ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে বেলকুচি পৌর এলাকার হাট-বাজারে কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং সরকারী স্বাস্থ্য বিধি অনুসরণ না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পৃথক ৮টি মামলায় ২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষের, নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসময় আইন শৃঙ্খলা নিরাপত্তা সহায়তায় ছিলেন পুলিশ সদস্যবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৪-২০২১ ০৭:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 930 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ