শিরোনামঃ
![]() ২১-০৪-২০২১ ০৩:২১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের উত্তর বানিয়াগাঁতী গ্রামের দেড় শতাধিক কৃষকের ৪টি ইরি প্রজেক্টর প্রায় ১২০ বিঘা জমিতে প্রতিপক্ষের লােকজন পানি সেচ দিতে বাঁধা দিচ্ছে বলে অভিযােগ উঠেছে। ফলে এসব জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা হয়ে রয়েছে। অপরদিকে ট্রাক্টরের যন্ত্রাংশ,বেদ্যুতিক ফিউজ ও বেদ্যুতিক যন্ত্রাংশ চুরি করে নেওয়ায় সেচ ও চাষ কার্য চরম ভাবে ব্যহত হচ্ছে। এছাড়া ব্রি-২৮ জাতের পাঁকা ধান কাঁটতে বাঁধা দেওয়ায় তা জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে।
এ বিষয়ে উত্তর বানিয়াগাঁতী গ্রামের গােলাম আজম জানান, পূর্ববিরােধের জের ধরে প্রতিপক্ষের লােকজন গত ১৫ এপ্রিল বহস্পতিবার রাতে তার ২০ বিঘা জমির ইরির প্রজেক্টের সেচ কাজ ব্যবহৃত বেদ্যুতিক মাটর চুরি করে নিয়ে গেছে। ফলে তার এ প্রজেক্টের জমিতে পানি সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে বলে তিনি জানান। ফলে এ সব জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে।
এ ছাড়া ১ সপ্তাহ আগে আশরাফুল মন্ডলের ট্রাক্টরের যন্ত্রাশ ও মঙ্গলবার রাতে আকছেদ আলী শেখের সেচের যন্ত্রাংশ বৈদ্যুতিক ফিউজ চুরি করে নেওয়ায় পানি সচ ও চাষ কার্য চরম ভাবে ব্যহত হচ্ছে। এছাড়া ব্রি-২৮ জাতের পাঁকা ধান কাঁটত বাঁধা দেওয়ায় তা জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ২৫ মার্চ বহস্পতিবার সকালে পূর্ব বিরােধের জের ধরে উত্তর বানিয়াগাঁতী গ্রামের রাজ্জাক খাঁন গ্রুপের সাথে আল হেলাল মন্ডল গ্রুপের হামলায় রাজ্জাক খান গ্রুপের সাইফুল ইসলাম (৪৫) নামের এক যুবক নিহত হয়। এ ঘটনার পর থেকে আল হেলাল মন্ডল গ্রুপের লােকজন পুলিশি গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়ে অন্যত্র পালিয় রয়েছে। এ সুবাদে বাদী পক্ষের লােকজন তাদের বাড়ি বাড়ি গিয়ে মহিলা ও শিশুদের নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে।
এ বিষয় আরিফ মন্ডল বুধবার (২১ এপ্রিল) এই পপ্রতিবেদককে জানান, গত ২৯ মার্চ প্রতিপক্ষের লােকজন তার বাড়ির উপর হামলা চালিয়ে দােকান ভাংচুর করে। এ ছাড়া তার ২০ বিঘা জমির ইরির প্রজেক্টের সেচ চালাত বাঁধা দিচ্ছে। এ বিষয় আল হেলাল মন্ডল জানান, গত ১৪ এপ্রিল বুধবার রাতে প্রতিপক্ষের লােকজন তার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। এ ছাড়া বাড়ির মহিলাদর নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। হুমকির ভয়ে আমরা এ সব ঘটনায় থানায় মামলা দায়ের করতে যেতেও সাহস পাছি না।
তিনি আরও বলেন, ৪টি ইরির প্রজেক্টের ধান দিয়ে আমাদের সারা বছরের খাওয়া চলে। এ ধান নষ্ট হয়ে গেলে আমাদের প্রায় ৩ শতাধিক মানুষকে না খেয়ে মরতে হবে বলে জানান। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয় বুধবার (২১ এপ্রিল) দুপুরে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষানী বলেন, দীর্ঘদিন ধরে বানিয়াগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে রাজ্জাক খাঁন গ্রুপের সাথে আল হেলাল মন্ডল গ্রুপের বিরােধ চলে আসছিল। এরই জের ধরে এ দিন সকালে আল হেলাল গ্রুপের একজন পাশের চৌবাড়ি বাজার থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের লােকজন তাকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। এতে ক্ষুব্ধ হয়ে হেলাল গ্রুপের লােকজন প্রতিপক্ষের লােকজনের উপড় হামলা চালায়।
ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা ও সংঘর্ষের সময় প্রতিপক্ষের ফলার আঘাতে রাজ্জাক গ্রুপের সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ সময় উভয়পক্ষের আরাও ৪ জন আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয় সাইফুল ইসলাম হত্যা মামলার বাদী শফিকুল ইসলাম বলেন, এ অভিযােগ সত্য নয়, সম্পূর্ণ মিথ্যা। আমাদের ফাঁসানাের উদ্দেশ্যে তারা এ ধরণের মিথ্যা কথা প্রচার করছে। এ বিষয় বেলকুচি থানা ডিউটি অফিসার এএসআই আব্দুল বারী বলেন, আমি আজই এ থানায় নতুন এসেছি। তাই এ বিষয়ে আমার কিছু জানা নেই। ফলে এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com