বেলকুচিতে জলবায়ু পরিবর্তন খাদ্য নিরাপত্তা ও ঝুঁকি প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচিতে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও ঝুঁকি প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) দিনব্যাপী বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.কে.এম মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ রামপদ রায়।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ ইমান আলী, বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন,ডাঃ জাকির হোসেন, ডাঃ সুব্রত সাহা, ডাঃ শাকিল হামজা, ডাঃ রাশেদুল ইসলাম প্রমুখ।
এসময় স্বাস্থ্য সহকারীগণ,সাংবাদিক ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৪-২০২১ ০৯:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 396 বার দেখা হয়েছে।