আজ মরহুম সিদ্দিক হোসেনের ১৬ তম মৃত্যু বার্ষিকী
১৬ অক্টোবর, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন

  

আজ মরহুম সিদ্দিক হোসেনের ১৬ তম মৃত্যু বার্ষিকী

আব্দুল জলিল
১৬-০৪-২০২১ ০৮:০২ অপরাহ্ন
আজ মরহুম সিদ্দিক হোসেনের ১৬ তম মৃত্যু বার্ষিকী
একাধারে তিরি ছিলেন একজন শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, তহসিলদার, ও শিক্ষানুরাগী মানুষ। সারাটি জীবন তিনি সাহিত্য, শিল্প ও শিক্সা বিস্তারে ভূমিকা রেখে গেছেন। তিনি হলেন মোঃ সিদ্দিক হোসেন(এম.এ, বি.এড)।

 তিনি ১৯৩৪ সালের ২৮ ফেব্রুয়ারি  সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাধিন চালিতাডাঙ্গা ইউনিয়নের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে  জন্মগ্রহণ করেন। পিতা মরহুম পুটিয়া তালুকদার ও মাতা মরহুম শুভজান বেওয়া। দুই ভাই ও দুইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তাঁর দুই বছর বয়সে পিতা মৃত্যুবরণ করেন। শৈশব জীবন কাটে জন্ম স্থান লক্ষ্মীপুর গ্রামে। তার শিক্ষা জীবন শুরু হয় হাটশিরা বিদ্যালয়ে। মাধ্যমিক শিক্ষার ৮ম শ্রেনী পর্যন্ত সোনামুখী বিদ্যালয়ে পড়াশোনা করেন। এর পর তার ভগ্নিপতি হাসান আমিন এর বাড়ীতে থেকে পড়াশোনা চালিয়ে যান এবং বাগবাটি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ কলেজ থেকে আই.এ পাশ করেন। তারপর কিছু দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তহসিল অফিসার হিসাবে চাকরী করেন।

একপর্যায়ে কর্মরত চাকরী ইস্তফা দিয়ে এসে সোনামুখী উচ্চ বিদ্যালয়ে ১৯৬৫ হতে ১৯৬৮ সাল পর্যন্ত সাহকারী শিক্ষক হিসাবে পাঠদান করে যান। শিক্ষকতার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে MASTER OF ARTS এবং ১৯৮৩ সালে BACHELOR OF EDUCATION সনদপত্র অর্জন করেন। এরপর ১৯৮২ হতে ১৯৮৬ সাল পর্যন্ত সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন করেন।

এ ছাড়াও তিনি বহু উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসাবে গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে গেছেন। শিক্ষক হিসাবে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন তাই এলাকার মানুষ তাকে স্কুল গড়ার কারিগর হিসাবে সম্মধোন করতেন।

তিনি সে সময়ে ইংরেজী ও বাংলায় যেমন পারদর্শী ছিলেন তেমনি গনিত, ভূগোল ও ধর্মগ্রন্থেও পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন। শিক্ষকতার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্ম কান্ডে অনেক ভুমিকা রেখেছেন। তিনি ১৯৭২ ও ১৯৭৬ সালে ইউনিয়ন পরিষধ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছেন। তিনি বেশিরভাগ সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ গ্রহণ করতেন তাই এলাকায় নাটক ও যাত্রাপালার অভিনয় সহ, সংগঠকের ভূমিকা পালন করে গেছেন। অবশেষে তিনি ১৯৯৪ সালে শিক্ষকতার পেশা থেকে অবসর গ্রহণ করেন।

পারিবারিক জীবনে তার চার ছেলে ও এক মেয়ে। বড় ছেলে মোঃ আব্দুল বাকী, মেঘাই ই.ইউ.আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দ্বিতীয় ছেলে আব্দুস্ সাকী, স্ত্রী ও তিন সন্তান নিয়ে আমেরিকার প্রবাসী। তৃতীয় ছেলে মোঃ শেখ সাদী, খুলনায় নৌবাহিনীতে কর্মরত আছেন। চতুর্থ ছেলে মোঃ আব্দুল্লাহ আল হাদী, ঢাকায় বেসরকারি ফার্মে কর্মরত আছেন। একমাত্র বড় মেয়ের বিয়ে হয় ভূবনগাঁতী গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রহিমের সাথে।

এই মহান মানুষটি ১৬ই এপ্রিল ২০০৫ সালে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

 

 


আব্দুল জলিল ১৬-০৪-২০২১ ০৮:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 815 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com