বেলকুচিতে দশ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-০৪-২০২১ ০৭:৫৩ অপরাহ্ন
|
|
বেলকুচিতে দশ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
সিরাজগঞ্জের বেলকুচিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে ওএমএস খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়।
উপজেলার ৬টি ইউনিয়নে ২২ জন ডিলারের মাধ্যমে ১৫ হাজার ৬শত ৭৬ জন কার্ডধারী ভোক্তাদের মাঝে ৩০ কেজি করে চাল ১০ টাকা দরে বিক্রি করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম জানান, উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১৫ হাজার ৬শত ৭৬ জন ভোক্তার মাঝে ১০ টাকা কেজি দরে ভোক্তাদের চাল দেয়া হবে।
এ ব্যাপানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় দশ টাকা কেজি দরে চাল দেয়া হচ্ছে। লকডাউনের করণে দুই দিনের মধ্যে চাল বিতরণ শেষ করতে হবে। কোন রকম অনিয়মের অভিযোগ পেলে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-০৪-২০২১ ০৭:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 662 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ