শিরোনামঃ
![]() ০৮-০৪-২০২১ ০১:৩৫ অপরাহ্ন |
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ১২ জন উত্তীর্ণ! হয়েছে। করোনাকালে কাজিপুরবাসীর জন্যে এটি একটি আনন্দের সাংবাদ বলে সুধীমহল জানিয়েছেন। ভর্তির সুযোগপ্রাপ্তদের বিষয়ে ইতোমধ্যে কাজিপুর উপজেলা প্রশাসন খোঁজ খবর নিচ্ছেন। বৃহস্পতিবার(৮ এপ্রিল) দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ডিসি মহোদয় তাদের বিষয়ে খোঁজ নিতে বলেছেন। আমরা এ কারণে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করছি।’
দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হলো। আরিফুল ইসলাম-'ঢাকা মেডিকেল কলেজ'। গ্রামঃপশ্চিম দুবলাই,কাজিপুর, সিরাজগঞ্জ। ২। আশিকুর রহমান মিঠু-শেখ হাসিনা মেডিক্যাল কলেজ,হবিগঞ্জ (টানা ২ বার মেডিকেল চান্স পাপ্ত।বর্তমানে ভর্তি -নোয়াখালী মেডিকেল কলেজ) গ্রামঃ শিমুলদাইড়, কাজিপুর সিরাজগঞ্জ। ৩।সামিহা তাবাসসুম -রাজশাহী মেডিকেল কলেজ। গ্রামঃমেঘাই,কাজিপুর, সিরাজগঞ্জ। ৪।উম্মে কুলসুম কথা- রাজশাহী মেডিকেল কলেজ। গ্রামঃপাইকরতলী,কাজিপুর, সিরাজগঞ্জ। ৫।আইরিন নাহার শশি- ফরিদপুর মেডিকেল কলেজ। গ্রামঃপাইকরতলী,কাজিপুর, সিরাজগঞ্জ। ৬। সানজিদা আল মুমু-চট্টগ্রাম মেডিক্যাল কলেজ। গ্রামঃ জজিরা, নিশ্চিন্তপুর, কাজিপুর সিরাজগঞ্জ। ৭।মেহেদী হাসান রাব্বী -শেখ হাসিনা মেডিকেল কলেজ। কাজিপুর, সিরাজগঞ্জ। ৮।আনিকা তাবাসসুম- ওসমানী মেডিকেল কলেজ গ্রামঃশুভগাছার, খা পাড়া,কাজিপুর, সিরাজগঞ্জ। ৯। সাইফুল ভূইয়ার মেয়ে(নাম জানা নাই)- খুলনা মেডিকেল কলেজ। গ্রামঃসিংড়াবাড়ী,কাজিপুর সিরাজগঞ্জ। ১০।সানজিদা প্রিতি অন্তরা-রংপুর মেডিকেল কলেজ। গ্রামঃসুভগাছা, ব্যাড়ের চর,কাজিপুর, সিরাজগঞ্জ। ১১। সুবর্না- দিনাজপুর মেডিকেল কলেজ। গ্রামঃশুভগাছা, হাজীবাড়ী,কাজিপুর, সিরাজগঞ্জ। ১২। তানিসা তানজিম- চাঁদপুর মেডিকেল কলেজ। গ্রামঃ বেরিপোটল, কাজিপুর, সিরাজগঞ্জ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com