সলঙ্গায় ভূমিহীনদের ঘর বিতরণে অনিয়মের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সলঙ্গায় ভূমিহীনদের ঘর বিতরণে অনিয়মের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-০৪-২০২১ ০৭:৪৫ অপরাহ্ন
সলঙ্গায় ভূমিহীনদের ঘর বিতরণে অনিয়মের অভিযোগ
সিরাজগঞ্জের সলঙ্গায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার পাকা ঘর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবির কুমার দাস ও উপজলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম রব্বানীর বিরুদ্ধে লিখিত এই অভিযোগ দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় সম্প্রতি উপজেলা প্রশাসক বরাবর আমশড়া গ্রামের আব্দুল বারীক, রেজাউল করিম ও সাখাওয়াত হোসনসহ ১০৫ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামে মুজিববর্ষ উপলক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার পাকা ঘর প্রকৃত ভূমিহীনদের মধ্যে বিতরণ করার কথা। সরকারি বিধি না মেনে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকৃত অসহায় ভূমিহীনদের যথাযথ যাচাই বাছাই না করে ঘর প্রদান করছেন। এছাড়া সলঙ্গা থানার রহিমাবাদ গ্রামের পিয়াসের স্ত্রী বুলবুলি খাতুন, একই উপজলার গয়হাট্রা গ্রামের মালায়েশিয়া প্রবাসীর স্ত্রী রুমা খাতুন, আমশড়া গ্রামের শওকাত আলীর স্ত্রী সালেহা খাতুন ও ওমর আলীর ঘর থাকা সত্ত্বেও তাদের নামে পাকা ঘর বরাদ্দ দেয়া হয়েছে। যার ফলে প্রকৃত ভূমিহীনরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অভিযোগ কারীরা বলেন, আমরা ঘর বিতরণের বিষয় লিখিত অভিযোগ দিয়েছি। সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আমাদের আবেদন, বিষয়টি যথাযথ তদন্ত করে প্রকৃত ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার বণ্টন করবেন এবং অনিয়মের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রায়গঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম রব্বানী সংবাদ কর্মীদের বলেন, কার জমি আছে আর কার ঘর আছে সেটা আমার দেখার বিষয় না। এগুলো ভূমি অফিসের কাজ। আমার কাজ ঘর তৈরী করে দেয়া। রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবির কুমার দাস সংবাদ কর্মীদের বলেন, এবিষয়ে আমি কোন কথা বলবো না। যা কিছু বলার ইউএনও স্যার বলবেন। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল আলম বলেন, ক্যামেরার সামনে কোন কথা বলবো না। তবে ঘর বিতরণ অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-০৪-২০২১ ০৭:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 505 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com