উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম করোনা আক্রান্ত
২১ অক্টোবর, ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম করোনা আক্রান্ত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৬-০৪-২০২১ ০৫:০১ অপরাহ্ন
উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম করোনা আক্রান্ত
সিরাজগঞ্জ-০৪ আসনের (উল্লাপাড়া) জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) রাতে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি ঢাকায় তার নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ. টি. ইমামের ছেলে তানভীর ইমাম ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২য় বার এই আসনের এমপি নির্বাচিত হন। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, তানভীর ইমাম কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। বর্তমানে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। গোলাম মোস্তফা তানভীর ইমামের রোগমুক্তির জন্য উল্লাপাড়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০৪-২০২১ ০৫:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 625 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com