কামারখন্দে লকডাউনে সরকারী আদেশ অমান্য করায় জরিমানা
১৬ অক্টোবর, ২০২৫ ১০:০০ অপরাহ্ন

  

কামারখন্দে লকডাউনে সরকারী আদেশ অমান্য করায় জরিমানা

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৫-০৪-২০২১ ০৮:৫৩ অপরাহ্ন
কামারখন্দে লকডাউনে সরকারী আদেশ অমান্য করায় জরিমানা
কামারখন্দ উপজেলায় সরকারী আদেশ অমান্য করে লকডাউনে দোকান খোলায় ২ ব্যবসায়ীকে ২’শ টাকা করে চার’শ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (০৫ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন বাজারে মার্কেটগুলোতে মনিটরিং এর সময় কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জরিমানা আদায় করেন। ২য় ধাপে করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে সরকার ১ সপ্তাহের লকডাউন ঘোষনা করেছে। কামারখন্দ উপজেলায় প্রশাসনের বাজার মনিটরিং ও জনসচেতনা মূলক প্রচারণার সময় দোকান-পাট বন্ধ রাখা, বিনা কারণে বাহিরে চলাচল না করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, বাধ্যতামূলক ভাবে মাস্ক পরিধানের বিষয়ে সর্তক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৫-০৪-২০২১ ০৮:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 551 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com