কামারখন্দে লকডাউন প্রথম দিন ছিলো ঢিলেঢালা
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৫-০৪-২০২১ ০৮:৪৩ অপরাহ্ন
|
|
কামারখন্দে লকডাউন প্রথম দিন ছিলো ঢিলেঢালা
কামারখন্দে করোনা ২য় ঢেউ প্রতিরোধে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন ১ম দিন ছিলো ঢিলেঢালা
সোমবার (৫ এপ্রিল ) সকাল থেকে জামতৈল পর্ব বাজার ও পশ্চিম বাজার ঘুরে দেখা যায় প্রায় দোকান গুলো খোলা। প্রতি দিনের মত মানুষের আনাগোনা কমতি ছিলো না
কাঁচা বাজার দোকান গুলোতে ছিলো না কোন নিদিষ্ট দূরত্ব মেনে কেনাবেচা।
উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানা সোমবার (৫ এপ্রিল) সকাল ১১.৩০ দিকে যখন অভিযান চালান তখন সব দোকান মালিক অভিযানের কথা শুনে দোকান বন্ধ করে রাখে। অভিযান শেষ করে চলে গেলে আবার সকল দোকানপাট খোলা শুরু করে
খাবার রেস্তোরা গুলোতে চলছে অবাধে বেচাকেনা। মানা হচ্ছেনা কোন স্বাস্থ্যবিধি। জামতৈল রেলওয়ে স্টেশনের উপরে বিকালে দেখা যায় খোলামুক্ত খাওয়ার দোকান গুলোতে বেচাকেনা চলছে। মানা হচ্ছে না সাস্থবিধি একই গ্লাস, প্লেট, চামুচ ব্যবহার হচ্ছে এবং গাদাগাদি করে বসে খাচ্ছে এমনও চিএ দেখা যায়।
সব কিছু আগের মতোই চলছে। এগুলো নিয়ন্ত্রনে আইন শৃংখলা বাহিনীর কোন তৎপরতা দেখা যায়নি।
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৫-০৪-২০২১ ০৮:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 349 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ