বেলকুচিতে লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের জরিমানা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৫-০৪-২০২১ ০৩:০৩ অপরাহ্ন
|
|
বেলকুচিতে লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের জরিমানা
সিরাজগঞ্জ বেলকুচিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে ১ ব্যবসায়ী ও মাস্ক না পড়ায় অভিযান চালিয়ে ৫ জনকে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালতেরর এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট ও সহকারি কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ। এসময় বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা সংক্রমণ রোধে জনসচেতনা সৃষ্টির লক্ষে সোমবার (৫ এপ্রিল) সকালে চালা ও মুকুন্দগাঁতী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকারী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ এই প্রতিবেদককে বলেন, আমাদের এ অভিযান চলমান থাকবে। জরিমানা করাটা আমাদের উদ্দেশ্য নয়, আপনারা সরকারের দেয়া নির্দেশনা মেনে চলুন এতে করে আপনারাই সুস্থ থাকবেন । কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই লকডাউনের আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৫-০৪-২০২১ ০৩:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 951 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ