শিরোনামঃ
![]() ০৩-০৪-২০২১ ০৭:৫৩ পূর্বাহ্ন |
অনেক অতৃপ্তির মধ্যেও বাংলাদেশের ত্রীড়াঙ্গনে একটি সুখবর হলো ফুটবলে হারা দেশ নেপালকে হারিয়ে এবারের কাবাডির চ্যাম্পিয়ন বাংলাদেশ। একবারে অপরাজিত চ্যাম্পিয়ন। গতকাল (২ এপ্রিল) শুক্রবার রাতে তারা কেনিয়াকে হারিয়েছে ৩৪-২৮ পয়েন্টে। তবে ফাইনালের উদযাপন ছিলো একেবারে অন্যরকম। ফাইনালের পর কেউ মাঠে ঢুকে থাকলে তার বোঝার উপায় ছিল না, কারা চ্যাম্পিয়ন! কারণ এ এক অদ্ভুত শিরোপা উদযাপন ছিল। কেনিয়ানরা বাংলাদেশি খেলোয়াড়দের মাথায় তুলে নাচছেন! কখনো বা দুই দল নাচছে পরস্পরের গলা জড়িয়ে। কারো মধ্যেই যেন ক্ষোভ-অতৃপ্তি নেই! দুই দলের এমন আনন্দ-সম্মিলনী দেখার পর সত্যিই শিরোপাজয়ী দল বাছাই করা কঠিন। এর মধ্যেই বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার গলা উঁচিয়ে ঘোষণা করছেন, ‘বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক কাবাডির শিরোপা আমরা নিজেদের মাটিতেই রেখে দিয়েছি, এটাই আমার তৃপ্তি।’
আসলেই মহাতৃপ্তির ব্যাপার। ফাইনালে কেনিয়ার বিপক্ষে একসময় ম্যাচটি হাতের বাইরে চলে গেলেও সেখান থেকে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরেছে।ুবঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির অপরাজিত চ্যাম্পিয়ন স্বাগতিকরা। তবে প্রথমার্ধ দেখে সবার চোখ কপালে ওঠার দশা। স্বাগতিকরা ১৮-১০ পয়েন্টে পিছিয়ে ছিল কেনিয়ার বিপক্ষে। সেটা দেখে ভলিবল স্টেডিয়ামে দর্শক ঠাসা গ্যালারিতে ছড়িয়ে পড়েছিল খানিক সংশয়। এই কেনিয়া দুর্দান্ত লড়াই করে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে। আগে নাকি দুর্ধর্ষ ইরানকেও হারিয়ে এখানে এসেছে। এমন সামর্থ্য ভেবে দর্শকদের মনে হতাশা ভর করতেই পারে।
তাই দ্বিতীয়ার্ধের শুরু থেকেই উত্তেজনা। কোনোভাবে পয়েন্ট হারানো যাবে না। সেই ব্রত নিয়ে মাঠে নেমে মাথা ঠাণ্ডা রেখে আরদুজ্জামান-তুহিনরা আস্তে আস্তে পথে ফেরায় বাংলাদেশকে। শেষ পর্যন্ত দুটি লোনা সংগ্রহ করে তারা প্রথমবারের মতো দেশের মাঠে জেতে আন্তর্জাতিক টুর্নামেন্ট। এর আগে ভারতের রাজ্য দলকে এনে একবার দেশে টুর্নামেন্টের আয়োজন করেছিল ফেডারেশন। এবার পুরোপুরি জাতীয় দল এনে প্রথমবারের মতো কাবাডির আন্তর্জাতিক টুর্নামেন্ট করেছে তারা। সেটি জিতে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার গর্বের সুরে ঘোষণা করেন, ‘বাংলাদেশের কোনো অধিনায়ক পারেনি আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশকে শিরোপা জেতাতে। আমি পেরেছি। তিন মহাদেশের অংশ নেওয়া সব দলকে একে একে হারিয়ে আমরা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছি।’ প্রথমার্ধে পিছিয়ে পড়লেও ম্যান অব দ্য ফাইনাল আরদুজ্জামান মুন্সীর বিশ্বাস কখনো টুটে যায়নি, ‘আমরা পিছিয়ে ছিলাম তবে বিশ্বাস হারাইনি। কোচের সঙ্গে আলাপ করে আমরা দ্বিতীয়ার্ধে বিশেষ কৌশল নিয়েই নেমেছিলাম এবং তাতে সফল হয়েছি।’
সাফল্যের নেপথ্য কারিগর ভারতীয় কোচ সাজুরাম গয়াতও ম্যাচটি উপভোগ করেছেন। তিনি এ রকম ফাইনাল প্রত্যাশা করেছিলেন, ‘ফাইনাল এ রকম না হলে কি হয়! কেনিয়া ভালো দল, নতুন তৈরি হচ্ছে তারা। সুতরাং তারা চ্যালেঞ্জ জানাবেই। আর সেরা দল তাদের কারিশমা ও যোগ্যতা দিয়ে ম্যাচ বের করে আনবে, এটাই তো হওয়ার কথা।’ এরপর ভারতীয় কোচ যোগ করেন, ‘সেরা দল হিসেবেই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ছেলেদের প্রতি আমার বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছে তারা। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশ দল তাদের হারানো গৌরব ফিরে পাবে।’
সেই হারানো গৌরব এশিয়ান গেমসে পদক। বাংলাদেশ সেই লক্ষ্যে যাত্রা শুরু করেছে বলে মনে করেন ফেডারেশন সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার প্রথম পরীক্ষা হয়েছে বঙ্গবন্ধু কাপ কাবাডিতে শ্রীলঙ্কা, নেপাল, পোল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com