সিরাজগঞ্জে দৈনিক আমাদের সময় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
দেশ ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের দায়িত্ব অপরিসীম। উন্নয়ন সাংবাদিকতা দেশ ও জাতি গঠনে সহায়ক ভুমিকা রাখবে। জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরপেক্ষ সংবাদ প্রকাশ অবাধ তথ্য প্রদানে সুযোগ করে দিয়েছেন।
বর্ণাঢ্য আয়োজনে বুধবার (৩১ মার্চ) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে দৈনিক আমাদের সময় পত্রিকা ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম এ কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের সময় পত্রিকা হাটি হাটি পা পা করে দেশের তৃণমুল পর্যায়ে মানুষের দোরগোড়ায় পাঠকের আস্থা অর্জন করেছে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে এবং দৈনিক আমাদের সময় পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এ্যাড. কেএম হোসেন আলী হাসান,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোস্তফা কামাল,প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু,ইসমাইল হোসেন,ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি দিলীপ গৌড়, যমুনা টিভি স্টাফ রিপোর্টার,গোলাম মোস্তফা রুবেল ও প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান রায়গঞ্জ প্রতিনিধি মো. আশরাফ আলী, তাড়াশ প্রতিনিধি সাব্বির আহমেদ ও চৌহালী প্রতিনিধি মো. আব্দুল লতিফ। এ সময় টানা এক যুগেরও অধিক সময় ধরে নিয়মিত দৈনিক আমাদের সময় পত্রিকা রাখা এবং সেরা পাঠক হিসেবে সিরাজগঞ্জ জেলা বাসদ আহবায়ক কমরেড নব কুমার কর্মকারকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। উল্লেখ্য,এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রবীন সাংবাদিক ও বীল মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রতিষ্ঠিা বার্ষিকী অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ নুরুল হক নুরু,কলেজ শিক্ষক হাবিবুল হক রোকন,বিভিন্ন রাজনৈতিক সামাজি ও সাংস্কৃতিক সংগঠনসহ গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।