শিরোনামঃ
![]() ২৫-০৩-২০২১ ০৫:১৫ অপরাহ্ন |
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরীহ নিরস্ত্র মানুষের ওপর পশ্চিম পাকিস্তান নারকীয় হত্যা যোগ্যের মাধ্যমে ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের সূচনা করেছিল। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বিশেষভাবে স্মরণ করছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মানুষ। ২৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে ভয়াল গণহত্যা দিবস উপলক্ষ্যে তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আরা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।এসময় বক্তারা পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাকন্ড চালিয়েছে তার তীব্র নিন্দা জানায়। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com