. চৌহালীতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত
১৩ অক্টোবর, ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ন

  

. চৌহালীতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৮-০৩-২০২১ ০২:৩১ অপরাহ্ন
. চৌহালীতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত

 সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে উন্নতমানের ডাল,তেল ও মসলা বীজ বাস্তবায়িত বারি সরিষা/১৪ প্রদর্শনীর এক মাঠ দিবস খাষকাউলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১৮মার্চ ) উক্ত অনুষ্ঠানে বারি সরিষা ১৪ জাত সম্প্রসারণের উপর আলোচনা করা হয়।

এ সময় সভাপত্তিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ , প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ আবু হানিফ উপ পরিচালক,ডিএই, সিরাজগঞ্জ বিশেষ অতিথি কৃষিবিদ মোঃ আরিফুর রহমান , মোল্লা বাবুল আক্তার ভাইচ চেয়ারম্যান ও উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৮-০৩-২০২১ ০২:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 359 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com