দালালে ভরপুর বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স
২৪ অক্টোবর, ২০২৫ ১০:১৬ অপরাহ্ন

  

দালালে ভরপুর বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০৩-২০২১ ০৬:২২ অপরাহ্ন
দালালে ভরপুর বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স
ডাক্তারের চেম্বার থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন কোন জায়গা নেই যেখানে দালাল চক্রের আনাগোনা নেই। যেন দালালে ভরপুর হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স। এমন চিত্র দেখতে দেখতে অভ্যস্ত হয়েছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে কয়েকজন কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তাদের রুমের সামনে দালান চক্রের সদস্যরা গোরাফেড়া করছে। রোগীরা ডাক্তারের রুম থেকে বের হলেই তাদের হাতে থাকা ব্যবস্থা পত্র নিয়ে টানাটানি শুরু করে দালাল চক্রের সদস্যরা। এমন চিত্রে দেখে নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী জানায়, আমি অসুস্থ থাকার কারণে ঘন ঘন ডাক্তার দেখাতে হয়। কিন্তু এই হাসপাতাল দালাল মুক্ত কবে হবে। এদের জ্বালায় আর বাঁচি না। সব সময় পিছনে লেগে থাকে। শুধু আমার নয় প্রতিটি রোগীকে তারা জ্বালায়। ডাক্তারদের সাথে এদের যোগসাজশ রয়েছে মনে হয়। তা না হলে কিভাবে এরা কি করে বলতে পারে আপনি যদি আমাদের ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্যবস্থাপত্রে দেওয়া পরীক্ষা না করান তাহলে কিন্তু স্যার পরীক্ষা কাগজ দেখবে না। পরে কিন্তু আপনি বিপদে পরে যাবেন। কি আর করার থাকে বলেন, তখন বাধ্য হয়েই তাদের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা করাতে হয়। আরেকজন রোগী বলেন, আপনারা এই হাসপাতালটাকে দালাল মুক্ত করতে পারবেন না। অনেক দেখেছি। কোন কাজ হয় না। আগে এদের হাসপাতালের আঙ্গিনায় দেখলে খারাপ লাগলেও এখন দেখতে দেখতে অভ্যাস্ত হয়েছি। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম মোফাখখারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, আমাদের লোকবল সংকট রয়েছে। তাই ৪ জন ছেলেকে ডাক্তারদের রোগীর সিরিয়াল ঠিক রাখার জন্য রাখা হয়েছে। তবে কোন রোগী যদি এদের বিরুদ্ধে অভিযোগ দেয় তবে তাদেরকে সড়িয়ে দেওয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০৩-২০২১ ০৬:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 672 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com