পণ্য পরিবহনে চরের মানুষের ভরসা ঘোড়ারগাড়ী
১৫ অক্টোবর, ২০২৫ ০৬:৪২ অপরাহ্ন

  

পণ্য পরিবহনে চরের মানুষের ভরসা ঘোড়ারগাড়ী

আব্দুল জলিল
১৫-০৩-২০২১ ০৮:২০ পূর্বাহ্ন
পণ্য পরিবহনে চরের মানুষের ভরসা ঘোড়ারগাড়ী

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের মানুষের  দৈনন্দিনকার পরিবহনের কাজে ঘোড়ার গাড়ি গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে আসছে। যমুনানদী দ্বারা পূর্বপঞ্চিমে বিভক্ত কাজিপুর উপজেলার ১২টি   ইউনিয়নের ৬ টি যমুনার পূর্বপারে অবস্থিত। সংগত কারণে উপজেলার জনসংখ্যার বিশাল অংশের বসবাস চরাঞ্চলে।

কাজিপুর উপজেলার চরাঞ্চলে প্রতিবছরের বন্যায় একদিকে  মানুষের যাতায়াতের  রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়ে থাকে,তেমনি  বন্যায় জমিতে পলি পড়ার কারণে জমি উর্বর হয়ে থাকে। চরের উর্বর জমিতে তিল,তিশি,বিভিন্ন কলাই,মরিচ,সরিষা ,গম ,ভুট্টা,সহ  নানাবিদ রবি  ফসল হয়ে থাকে। কিন্ত রাস্তাঘাট না থাকায় প্রত্যান্ত চর থেকে জমিতে উৎপাদিত ঐ সমস্থ ফসলাদী পরিবহনে ঘোড়ার গাড়ি ব্যবহার হয়ে থাকে। এছাড়া চরে স্কুল,কলেজ, হাসপাতাল মসজিদ ,মাদ্রাসা,সহ সম্প্রতি  বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে  ব্যবহৃত ইট,সিমেন্ট,লোহা,নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য  পরিবহনের কাজেও ঘোড়ার গাড়ির বিকল্প নাই।গত শক্রবার তেকানী ঘাটের কয়েকজন ঘোড়ার গাড়ির চলকের সাথে কথা বলে জানা গেল, বর্ষা মৌসুম ছাড়া শুস্ক মৌসুমে কোন দিনই তাদের কে অলস সময় কাটাতে  হয়না।প্রায়দিনই নানাজনের নানা কাজে তাদের ঘোড়ার গাড়ী ভাড়া নিয়ে থকে। চালকগণ জিঙ্গাসাবাদে জানান  প্রতিদিন ঘোড়ার খাবার খরচ বাদে প্রায় ৭/৮শত টাকা আয় হয়ে থাকে। এই দিয়েই বছরের বাকি সময় চালিয়ে নিতে হয়।


আব্দুল জলিল ১৫-০৩-২০২১ ০৮:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 400 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com