শিরোনামঃ
![]() ১৪-০৩-২০২১ ০৬:৫০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ মার্চ শনিবার গ্রেপ্তারকৃত আসামিদের শাহজাদপুর কোর্টের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ১২ মার্চ শুক্রবার শাহজাদপুর থানার এএসআই মেহেদী হাসান গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টায় উপজেলার কৈজুরী ইউনিয়নের হাট পাচিলে অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহীদ মোল্লা (৫৫) কে গ্রেপ্তার করেন। শহীদ মোল্লা হাট পাচিল গ্রামের মৃত আফাই মোল্লার ছেলে।
অপরদিকে, শাহজাদপুর থানার এসআই এসলাম আলী ও এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে শাহজাদপুর বিসিক বাসষ্ট্যান্ড থেকে মাদক ব্যবসায়ী মনা তালুকদার (৩৮) ও নাঈম ইসলাম (২৬) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নিষিদ্ধ হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মনা তালকদার উল্লাপাড়ার ঝিকিরা উত্তর পাড়ার আমিরুল ইসলামের ছেলে ও নাঈম ইসলাম দ্বারিয়াপুর উত্তরপাড়ার মৃত আঃ হামিদ এপি’র ছেলে। অন্য আরেকটি অভিযানে উপজেলার ভেড়াকোলা পূর্বপাড়ায় অভিযান চালিয়ে সাইদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
ধৃত সাইদুল ভেড়াকোলা গাইনপাড়ার ইদ্রিস আলীর ছেলে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, আটক মাদক বিক্রেতাদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আটককৃতদের শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com