শাহজাদপুর পোরজনা ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
০৩ নভেম্বর, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ন

  

শাহজাদপুর পোরজনা ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাগর বসাক
১৪-০৩-২০২১ ০৬:০৪ অপরাহ্ন
শাহজাদপুর পোরজনা ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়নে মহিলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ মার্চ শনিবার বিকেলে পোরজনা ইউনিয়ন পরিষদে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা। পোরজনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ফওজিয়া বেগম, যুগ্ম আহবায়ক মীর জান্নাতুল ফেরদৌস লাভলী, জেলা পরিষদের সদস্য মৌসুমী খান, ডাঃ শেফালী খান, উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক শামসুল আলম, মোস্তাক আহমেদ, আমিরুল ইসলাম শাহু, প্রভাষক জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনিল কুমার ঘোষ। সম্মেলন শেষে আনোয়ারা বেগমকে সভাপতি ও আকাশি পারভীনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট পোরজনা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।


সাগর বসাক ১৪-০৩-২০২১ ০৬:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 822 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com