শিরোনামঃ
সাগর বসাক ১১-০৩-২০২১ ০৮:৩০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শ্রী শ্রী শিব রাত্রি ব্রত উপলক্ষে আজ ১১ মার্চ বৃহস্পতিবার শাহজাদপুর ঋষিপাড়া কেন্দ্রীয় শিব মন্দিরের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনভর চলে নানা পূজা পার্বণ। সন্ধ্যায় কেন্দ্রীয় শিব মন্দিরে পূণ্য সঞ্চার ও শান্তি মঙ্গল কামানায় বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে শিবের মাথায় জল ও দুধ ঢালে।
পুরোহিত নিখিল চক্রবতীয় জানান, এ শিব রাত্রি ব্রত পালন উপলক্ষে সারাদিন উপবাস থেকে ভক্তবৃন্দরা শিবের মাথায় জল ও দুধ ঢালে। আজ শুক্রবার ৩ টা পর্যন্ত এ পুজা পার্বণ চলবে। এ সময় উপস্থিত ছিলেন, দেবাল চন্দ্র দাস, শয়ন দাস, বিমল দাস, অমূল্য দাস, মোহন দাস, শচিন দাস, চন্দি দাস প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com