শিরোনামঃ
দিলীপ গৌর ১০-০৩-২০২১ ০৮:১০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : গতকাল ৯ মার্চ মঙ্গলবার রাতে শাহজাদপুর শ্রী শ্রী গৌর নিতাই বিগ্রহ সেবা সংঘ আশ্রমে ৯৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনাকালে সংক্ষিপ্ত দুইদিন ব্যাপি অনুষ্ঠান হয়। এদিন সন্ধ্যায় শ্রী শ্রী চৈতন্যচরিতামৃত থেকে পাঠ করেন মন্দিরের সেবায়েত শ্রীমৎ নিত্য গৌর দাস।
রাতে সনাতন ধর্মের শ্রীমদ্ভগবৎ বিশারদ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শ্রী অরবিন্দ সাহা ভাগবৎ পাঠ আলোচনা করেন। অধিবাস ও আরতি কীর্তন করেন শাহজাদপুর হরি নাম কীর্তন সংঘের সদস্যরা। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মানপত্র পাঠ করেন বিশিষ্ট ধর্মীয় নেতা সন্তোষ কুমার সাহা।
আজ ১০ মার্চ বুধবার শ্রী মন্ম মহাপ্রভুর ভোগরাগ এবং হাজার হাজার মানুষের প্রসাদ সেবা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, পুরোহিত রঞ্জিত গোস্বামী মনোরঞ্জন সাহা, অমল কৃষ্ণ বসাক, খোকন সাহা, বিমল কুন্ডু, রামচন্দ সাহা মিলন, সাগর বসাক, বলদেব সাহা, তুষার সাহা, সমীর কুন্ডু, মন্টু সাহা, রতন কুন্ডু, ভরত ঘোষ, মানিক দাস, শ্রীমৎ নীরব দাস, সুভাষ ভট্টাচার্য প্রমুখ।
অন্যদিকে, বিশিষ্ট ধর্মীয় নেতা সন্তোষ কুমার সাহা ও মিলন সাহা জানান, প্রতিবছর এইদিনে এই মন্দিরে ৫ দিন ব্যাপি নামযজ্ঞ ও লীলাকীর্তন হয়। করোনার কারণে এবার আমরা অল্প পরিসরে শুরু ভাগবৎ পাঠ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com