শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উদযাপন
১৬ অক্টোবর, ২০২৫ ০৮:১০ অপরাহ্ন

  

শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উদযাপন

দিলীপ গৌর
০৯-০৩-২০২১ ০৬:০৩ অপরাহ্ন
শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উদযাপন

 আজ ৯ মার্চ মঙ্গলবার শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিকদল-জাসদ শাহজাদপুর উপজেলা ও পৌর শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

তৎকালিন ছাত্রনেতা শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জিএস শাহিদুজ্জামান হেলাল ১৯৭১ সালের ৯ মার্চ এই দিনে ছাত্রজনতাকে একত্রিত করে শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করে। ৫০ বছর পূর্তি উপলক্ষে শাহজাদপুর জাতীয় সমাজতান্ত্রিকদল-জাসদ এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল সকালে জাসদ দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল ১০টায় শাহজাদপুর সরকারি কলেজে মহান মুক্তিযুদ্ধের সংগঠক শাহজাদপুরের প্রথম পতাকা উত্তোলক শাহিদুজ্জামান হেলাল এর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শাহজাদপুর সরকারি কলেজ থেকে একটি পতাকা মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহজাদপুর কোর্ট চত্বরে গিয়ে শেষ করে, শাহজাদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফির সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, প্রমুখ।
 


দিলীপ গৌর ০৯-০৩-২০২১ ০৬:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 404 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com