কামারখন্দে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৮-০৩-২০২১ ০৮:০৩ অপরাহ্ন
|
|
কামারখন্দে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
"করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব"
এই প্রতিপাদ্যকে সামনেরেখে সারাদেশের ন্যায় কামারখন্দে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকাল ১১.৩০ মিনিটে কামারখন্দ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিনি অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিবস উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামী ইতিহাস। ১৯১০ সালে ডেনমার্কে অনুষ্ঠিত দ্বিতীয় নারী সম্মেলনে ১৭টি দেশের ১০০জন নারী প্রতিনিধি অংশ নেন। এতে সিদ্ধান্ত হয় ১৯১১ সালের ৮ মার্চ নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। সারা বিশ্বে এটি এখন পালিত হয়ে থাকে।
আলোচনা সভায় সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা সুলতানা , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ সবুজ , বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা খাতুন কামারখন্দ থানা এস আই ইয়ামিন সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মোছাঃ সেলিনা পারভীন।
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৮-০৩-২০২১ ০৮:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 543 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ