শিরোনামঃ
![]() ০৮-০৩-২০২১ ০২:০৪ অপরাহ্ন |
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ৭ ফেব্রুয়ারি রোববার শাহজাদপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ দিনব্যাপি নানা কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, আনন্দ উদযাপন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
বিকেল ৩ টায় শাহজাদপুর থানা প্রশাসন ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করে। থানা চত্বরে আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার হাসিবুল ইসলাম।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, সহকারি পুলিশ সুপার ফাহিম আসজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, প্রধান শিক্ষক কামরুন নাহার লাকি, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল দেবনাথ, পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ, অনিল কুমার ঘোষ প্রমুখ।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পৌর কাউন্সিলর আছাব আলী, কাউন্সিলর আব্দুর রউফ, কাউন্সিলর আল-মাহমুদ প্রামানিক, কাউন্সিলর জহরলাল হোসেন, কাউন্সিলর আফসার আলী সিকদারসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিন সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন, স্থানীয় বিভিন্ন সংগীত বিদ্যালয়ের শিল্পীবৃন্দ।
এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com