শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস আগামীকাল
১৬ অক্টোবর, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ন

  

শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস আগামীকাল

দিলীপ গৌর
০৮-০৩-২০২১ ০২:০২ অপরাহ্ন
শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস আগামীকাল

 আগামীকাল ৯ মার্চ মঙ্গলবার শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সনের এই দিনে শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ি ঐতিহাসিক বকুল তলায় থানা আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তদানিন্তন থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্র সংসদের জিএস শাহিদুজ্জামান হেলাল।

স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের ৫০ বছরপূর্তি উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, শাহজাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে আজ দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৭ টায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলক বীর মুক্তিযোদ্ধা শহীদ শাহিদুজ্জামান হেলালের কবর ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

সকাল ১০ টায় পতাকা মিছিল এবং ১১ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কনফারেন্স রুমে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার ও শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন লেখক, সাংবাদিক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির গণসংযোগ বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান শফি।
 

 


দিলীপ গৌর ০৮-০৩-২০২১ ০২:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 423 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com