বেলকুচিতে মুসলিম এইডের নারী দিবস পালন
২৫ অক্টোবর, ২০২৫ ০১:০৬ পূর্বাহ্ন

  

বেলকুচিতে মুসলিম এইডের নারী দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০৩-২০২১ ১২:৪১ অপরাহ্ন
বেলকুচিতে মুসলিম এইডের নারী দিবস পালন

”করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে মুসলিম এইড বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। সোমবার (৮ মার্চ) সকালে মুসলিম এইড বাংলাদেশ বেলকুচি শাখার শেরনগর পূর্বপাড়ার সমিতিতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম সুপারভাইজার মতিউর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক সোহরাব হুসাইন, বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সমিতির সভানেত্রী রহিমা বেগম, সেক্রেটারি শিউলী বেগম, প্রোগ্রাম সুপার ভাইজার সানোয়ার খাতুন, গোলাম মোস্তফা প্রমূখ। এ সময় বক্তব্যে বলেন, নারীদেরকে আর পিছিয়ে থাকলে চলবেনা। দেশ ও জাতীর উন্নয়নে পূরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হবে। বর্তমানে কাজের ক্ষেত্রে নারীরা পিছিয়ে নেই। শিক্ষায় নারীরা অনেক এগিয়ে।

বিভিন্ন ক্ষেত্রে তারা আজ দক্ষতার স্বাক্ষর রাখছে। তারা এখন অবমূল্যায়নের পাত্রী নন। কর্মক্ষেত্রে তারা সমান ভাবে কাজ করছে। বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত বাংলার নারীরা তারই উত্তরসূরী হবে এটাই আমাদের কামনা।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৩-২০২১ ১২:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 490 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com