শিরোনামঃ
দিলীপ গৌর ০৭-০৩-২০২১ ০৬:৪৩ অপরাহ্ন |
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সারাদেশের নদ-নদীর প্রাণ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘নদী বাঁচলে দেশ বাঁচবে’। নদীমাতৃক ও কৃষিপ্রধান দেশের বিভিন্ন নদ-নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যেই বহুমুখী প্রকল্প হাতে নিয়েছেন এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করে যাচ্ছেন।
গতকাল ৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলার বাঙালা, করতোয়া, ফুলজোড় ও হুরাসাগর নদী খনন প্রকল্প কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেছেন, খননের মাধ্যমে দেশের নদ-নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনার কাজের অংশ হিসেবে শাহজাদপুরের বিভিন্ন নদীর খনন প্রকল্প কাজ চলছে।
এ কাজ সমাপ্ত হলে একদিকে এসব নদী প্রাণ ফিরে পাবে। অন্যদিকে, নদী তীরবর্তী মানুষসহ অত্রাঞ্চলের জনসাধারণ নানা উপকৃত হবে। এদিন দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি শাহজাদপুর পৌর এলাকার দ্বাবারিয়া গ্রামে পৌঁছালে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তিনি নদী খনন প্রকল্প পরিদর্শন করেন। খনন প্রকল্প পরিদর্শন শেষে বিকেলে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি পৌর এলাকার দরগাহপাড়া মহল্লায় হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহঃ) এর মাজার জিয়ারত করেন এবং করতোয়া নদী তীর পরিদর্শন করেন।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম অহেদ চৌধুরী, প্রকল্প পরিচালক একেএম শফিকুল হক, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন
পৌর আওয়ামলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুরের যমুনার ভাঙ্গণ কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com