শিরোনামঃ
![]() ০৭-০৩-২০২১ ১১:৩৭ পূর্বাহ্ন |
ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "সিরাজগঞ্জকণ্ঠ ডটকম" এ প্রকাশিত প্রতিবেদনের জন্য" ফেব্রুয়ারী ২০২১" এর নির্বাচিত সেরা প্রতিবেদকদের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার ( ৭মার্চ ) সিরাজগঞ্জকণ্ঠ ডটকমের প্রকাশক মোঃ সিরাজুল ইসলাম সেরা প্রতিবেদকদের নাম ঘোষণা করেন।"সিরাজগঞ্জকণ্ঠ ডটকম"এ প্রতিমাসে প্রকাশিত চলতি ঘটনা, ফিচার নিউজ এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদন নির্বাচিত করে থাকে। বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, সর্বাধিক পঠিতসহ কয়েকটি ক্যাটাগরিতে প্রতিমাসে পুরস্কৃতদের নাম ঘোষণা করা হয়ে থাকে।
ফেব্রুয়ারী, ২০২১ এর সেরা প্রতিবেদক হলেন যারা:
১। আব্দুল জলিল (সিনিয়র করেসপন্ডেন্ট, কাজিপুর)
২। সাগর বসাক (স্টাফ করেসপন্ডেন্ট, শাহজাদপুর)
৪। জহুরুল ইসলাম (স্টাফ করেসপন্ডেন্ট,বেলকুচি)
সর্বোচ্চ ৬১টি কন্টেন্ট দিয়ে আব্দুল জলিল সেরা প্রতিবেদকদের মধ্যে প্রথম, সর্বোচ্চ ৫৮ টি কন্টেন্ট দিয়ে সাগর বসাক সেরা প্রতিবেদকদের মধ্যে দ্বিতীয় হন, সর্বোচ্চ ৩৫ টি কন্টেন্ট দিয়ে রায়হান আলী সেরা প্রতিবেদকদের মধ্যে তৃতীয় এবং সর্বোচ্চ ৩১টি কন্টেন্ট দিয়ে জহুরুল ইসলাম সেরা প্রতিবেদকদের মধ্যে চতুর্থ হন।
সিরাজগঞ্জ কণ্ঠের সম্পাদক প্রকাশক সিরাজুল ইসলাম ও নির্বাহী সম্পাদক আলআমিন ভূ্ঁইয়া সেরা প্রতিবেদকদের অভিনন্দন জানানোর পাশাপাশি সেরা হিসেবে নির্বাচিত হওয়ায় বিশেষ সম্মাননা ও পুরস্কৃত করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com