শিরোনামঃ
![]() ০৪-০৩-২০২১ ০৫:৪৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে রবি/২০-২০২১ অর্থ বছরে রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত বারি সরিষা/১৪ প্রদর্শনীর এক মাঠ দিবস (৪ মার্চ বৃহস্পতিবার) সকাল ১০ টায় খাষপুখুরিয়া ইউনিয়নে মাঠ দিবস অনুষ্ঠানে বারি সরিষা ১৪ জাত সম্প্রসারণের উপর আলোচনা করা হয়।এসময় সভাপত্তিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ , প্রধান অতিথি জেলা বীজ প্রত্যায়ন অফিসার ও কৃষিবিদ হাসান' ইমাম , ও উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com