প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ
১৬ অক্টোবর, ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন

  

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৪-০৩-২০২১ ০১:০২ অপরাহ্ন
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

গত ২ মার্চ বিভিন্ন অনলাইন পোর্টাল এবং ৩ মার্চ বিভিন্ন স্থানিয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত "বেলকুচির ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার বিরুদ্ধে ভিজিডির টাকা আত্মসাতের আনীত অভিযোগ" শিরোনামে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজাপুর ইউনিয়নের উদ্যোক্তা মোঃ ইউসুফ আলী। প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, সংবাদে আমাকে নিয়ে ভিজিডির টাকা আত্মসাত, জন্ম সনদে সাক্ষর জাল উল্লেখ করা হয়েছে তা আদৌ সত্য নয়, এটি কোন কুচক্রী মহলের উদ্দেশ্যে প্রনোদিত। আমি প্রকৃতপক্ষে ভিজিডির সঞ্চয়কৃত টাকা যথাযথ ভাবে সঞ্চয়কারীদের হাতে সঠিক ভাবে এনজিও কর্মীর উপস্থিতে ফেরত দিয়েছি।

এক্ষেত্রে কোন সঞ্চয়কারীদের অভিযোগ নেই। সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে আমার বিরুদ্ধে চক্রান্ত মূলক মিথ্যা সংবাদটি প্রকাশ করিয়েছে। প্রকাশিত সংবাদে আমার নাম জড়িয়ে যে বিষয় উল্লেখ করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। উক্ত সংবাদের আমি আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, আমাকে উদ্যোক্তা থেকে বাদ দেয়ার জন্য এবং আমার চাচাতো ভাই মোঃ বনি আমিন, আগামী নির্বাচনে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাকে হেয় প্রতিপন্ন ও মান ক্ষুন্ন করার জন্য সাংবাদিককে ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছেন। প্রতিবাদকারী মোঃ ইউসুফ আলী উদ্যোক্তা রাজাপুর ইউডিসি বেলকুচি, সিরাজগঞ্জ।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০৩-২০২১ ০১:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 456 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com