সেবা নেইঃ আছে অব্যবস্থাপনা আর বাড়তি ভাড়া
১৫ অক্টোবর, ২০২৫ ০৬:৪০ অপরাহ্ন

  

সেবা নেইঃ আছে অব্যবস্থাপনা আর বাড়তি ভাড়া

আব্দুল জলিল
২৮-০২-২০২১ ০৪:৪৩ অপরাহ্ন
সেবা নেইঃ আছে অব্যবস্থাপনা আর বাড়তি ভাড়া

 সেবা নেই। আছে  ঘাটে ঘাটে অব্যবস্থাপনা আর বাড়তি ভাড়ার তাগাদা। সেইসাথে গবাদি পশু আর পন্যসাগ্রির সাথে নিজেকে মানিয়ে চড়তে হয় নৌকায়। এসব বিষয়ে এখন সোচ্চার  চরের সচেতনমহল। বলছিলাম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই-নাটুয়ারপাড়া, মেঘাই তেকানি, মেঘাই খাসরাজবাড়ি, মেঘাই মনসুননগর, ঢেকুরিয়া খাসরাজবাড়ি- ভাঙ্গারছও, নতুনমাইজবাড়ি চরে যাবার নৌকা গাটের কথা। এসব ঘাটে  সেবার মান বাড়াতে এবং ভাড়া কমানোর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক উত্তাল।

ফেসবুক ভিত্তিক "চরাঞ্চল স্বার্থরক্ষা কমিউনিটি"নামক একটি গ্রুপের মাধ্যমে সাধারণ মানুষের পক্ষে এ যৌক্তিক দাবি দাওয়া তুলে ধরেছে ছাত্র সমাজ।

যাত্রী সেবায় ভোগান্তি,অতিরিক্ত যাত্রী বহন,ভাড়া আদায়,একই নৌযানে গবাদি পশু থেকে শুরু করে মানুষ পারাপার সহ নানা অভিযোগ রয়েছে নৌ চালক-মালিক সমিতির বিরুদ্ধে।

সম্প্রতি মহামারি করোনা কালীন সময়ে প্রথমে ভাড়া বাড়িয়ে ৫০ টাকা করে ১৫ জন যাত্রী বহনের কথা থাকলেও লোক নেওয়া হতো ২০'এর অধিক। পরে পরিস্হিতি স্বাভাবিক হলে ভাড়া ৩০ টাকা করা হলেও কমেনি নৌকায় পারাপারের লোকসংখ্যা। অথচ কোন কারণ ছাড়াই ভাড়া ২৫ থেকে ৩০ হলো।এরপরনেই কোন নৌকাতে নিরাপত্তা জ্যাকেট।অধিকাংশ নৌকায় বসার জন্য নির্মিত বাঁশের মাচাল গুলোও ভাঙা।

ফেসবুকে ভাইরাল হওয়া ব্লগ এবং স্হানীয় সূত্রে জানা যায়,নৌকাতে ৩০ জন যাত্রী পারাপার করার নিয়ম থাকলেও প্রতিটি নৌকায় থাকে ওভারলোড,প্রায় সময় দূর-দূরান্ত থেকে ঘাটে পারাপার হবার জন্য সাধারণ মানুষকে গুনতে হয় অতিরিক্ত থেকে অতিরিক্ত ভাড়া।

ইতোমধ্যে ছাত্রসমাজের যৌক্তিক এ দাবিগুলো ভার্চুয়াল জগৎ ছেড়ে এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছ।

এলাকার সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়,এ দাবী গুলো সময়োপযোগী এবং যৌক্তিক,সাধারণ মানুষ এ সমস্যাগুলোে প্রতিকার চেয়ে পায়নি সুষ্ঠ সুরাহা,এখন ছাত্রসমাজের মাধ্যমে উপরোক্ত সমস্যা সমাধান হবে বলে আশাবাদী।

চরাঞ্চল স্বার্থরক্ষা কমিউনিটির একাধিক ছাত্রের সাথে কথা বলে জানা যায়,তাঁরা যৌক্তিক দাবী গুলো আদায়ের লক্ষ্যে জনমত গঠন করছে।জনসমর্থন জোরদার করেই নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে চাওয়া পাওয়া তুলে ধরবে।


আব্দুল জলিল ২৮-০২-২০২১ ০৪:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 461 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com