শিরোনামঃ
দিলীপ গৌর ২৭-০২-২০২১ ০৭:৩৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজট নিত্যদিনের সাথী। পথচারীরা পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। ট্রাফিক ব্যবস্থা থাকলেও তাদের তেমন চোখে পড়ে না। প্রায়শই ঘটছে দূর্ঘটনা। আজ ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় সরজমিন ঘুরে দেখা যায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা নামক স্থানে তীব্র যানজট লেগে আছে।
চতুর্মুখি সড়ক হওয়ায় সব সময় ওই স্থানে যানজট লেগে থাকে। বিশেষ করে অটোরিক্সা, সিএনজি ও ইঞ্জিনচালিত গাড়ীর কারণে মানুষ পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। এ কারণে প্রতিদিনই ঘটছে ছোট খাটো দূর্ঘটনা। কেউ কোন নিয়ম নীতি মানছে না। স্থানীয় এলাকাবাসী জানায়, এই দিলরুবা বাসস্ট্যান্ড এমন ঝুঁকিপূর্ণ এলাকা যা কল্পনা করা যায় না।
প্রতিদিন শত শত যানবহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে। চারিদিকে সড়ক হওয়ার কারণে এই সড়কে লেগে তীব্র যানজট। সেই সাথে সড়কের দুই পাশে অবৈধভাবে দখল করে অনেক দোকান বসিয়েছে। কোন যাত্রী ছাওনী নেই। তাই যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। দূর্ঘটনা এড়াতে প্রশাসনের আশুদৃষ্টি কামনা করছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com