তাড়াশে সাংবাদিককে হত্যার হুমকি!
১৬ অক্টোবর, ২০২৫ ১০:৫১ অপরাহ্ন

  

তাড়াশে সাংবাদিককে হত্যার হুমকি!

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৫-০২-২০২১ ১২:৪৭ অপরাহ্ন
তাড়াশে সাংবাদিককে হত্যার হুমকি!

 

সিরাজগঞ্জের তাড়াশে গোন্তা আলিম মাদ্রাসার সুপার মোঃ আব্দুল মান্নানকে বরখাস্ত করা হয়েছে এমন সংবাদ করায় হাদিউল হৃদয় নামের সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে সেই বরখাস্ত সুপারের নাতি ও তালম ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পাদ সম্পাদক আলমাছ হোসেনের ছেলে মো: আতিক।
এ ঘটনায় বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিক হাদিউল হৃদয় বাদী হয়ে তাড়াশ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন। 

জানা যায়, উপজেলার গোন্তা আলীম মাদ্রাসার অধ্যক্ষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বরখাস্ত হয়। এ নিয়ে একটি প্রকাশিত সংবাদ হাদিউল হৃদয় তার ফেসবুক আইডিতে শেয়ার করে বিভিন্ন জনকে ট্যাগ করে। 

হাদিউল হৃদয় বলেন, এ নিয়ে বরখাস্তকৃত মাদ্রাসা সুপারের নাতি আতিক ০১৭৫১-৯৮৬৪৪৫ নম্বর থেকে তাঁকে ফোন দেন। এ সময় তাঁকে গালাগাল করে হত্যার হুমকি দেয়। আমি এখন নিরাপত্তাহীনতায় আছি। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০২-২০২১ ১২:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 616 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com