শিরোনামঃ
![]() ২৫-০২-২০২১ ১২:৪৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে গোন্তা আলিম মাদ্রাসার সুপার মোঃ আব্দুল মান্নানকে বরখাস্ত করা হয়েছে এমন সংবাদ করায় হাদিউল হৃদয় নামের সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে সেই বরখাস্ত সুপারের নাতি ও তালম ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পাদ সম্পাদক আলমাছ হোসেনের ছেলে মো: আতিক।
এ ঘটনায় বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিক হাদিউল হৃদয় বাদী হয়ে তাড়াশ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার গোন্তা আলীম মাদ্রাসার অধ্যক্ষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বরখাস্ত হয়। এ নিয়ে একটি প্রকাশিত সংবাদ হাদিউল হৃদয় তার ফেসবুক আইডিতে শেয়ার করে বিভিন্ন জনকে ট্যাগ করে।
হাদিউল হৃদয় বলেন, এ নিয়ে বরখাস্তকৃত মাদ্রাসা সুপারের নাতি আতিক ০১৭৫১-৯৮৬৪৪৫ নম্বর থেকে তাঁকে ফোন দেন। এ সময় তাঁকে গালাগাল করে হত্যার হুমকি দেয়। আমি এখন নিরাপত্তাহীনতায় আছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com