কোভিড-১৯ ভ্যাক্সিন নিলেন বি জি ডব্লিউ টি এফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মেহেদী হাসান
২৫ অক্টোবর, ২০২৫ ০৯:৫৪ অপরাহ্ন

  

কোভিড-১৯ ভ্যাক্সিন নিলেন বি জি ডব্লিউ টি এফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মেহেদী হাসান

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৫-০২-২০২১ ১২:২৯ অপরাহ্ন
কোভিড-১৯ ভ্যাক্সিন নিলেন বি জি ডব্লিউ টি এফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মেহেদী হাসান

গত ৭ই ফেব্রুয়ারি ২০২১ইং থেকে সারা বাংলাদেশে শুরু হওয়া প্রথম দফা টিকাদান কর্মসূচীতে স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারিতে থাকা যোদ্ধাদের করোনা ভাইরাস রোধে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ২৫শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ঢাকা জেলার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা গ্রহণ করেন বি.জি.ডব্লিউ.টি.এফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী এবং ষ্টারলিং লন্ড্রি লিঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিঃ মেহেদী হাসান। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া ঝামেলা বিহীন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। টিকা গ্রহনের পর তিনি জানান, আমি করোনা ভাইরাসের টিকা নিয়েছি। এতে ভয়ের কিছু নেই। আমি আল্লাহর রহমতে এখন সুস্থ ও স্বাভাবিক রয়েছি। এসময় তিনি আরও বলেন, করোনার টিকা নিয়ে যারা গুজব রটিয়েছে তারা এদেশের শত্রু। তারা জনগনের মঙ্গল চায় না বিধায় এসব ভিত্তিহীন গুজব রটিয়েছে ও মানুষের মাঝে আতংক সৃষ্টি করার চেষ্টা করেছে। এদের অসামঞ্জস্যপূর্ণ গুজবে কান না দিয়ে সবাই অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে করোনা ভাইরাসের টিকা গ্রহন করুন। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ওয়াশিংয়ে নতুন নতুন তথ্য শেয়ার এবং একে অপরের মধ্যে ভাতৃত্ব বন্ধনে গঠিত প্রতিষ্ঠান বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন যা সংক্ষেপে বি.জি.ডব্লিউ.টি.এফ নামে পরিচিত। যার সরকারী নিবন্ধন নং ১১৯৬৪। ফাউন্ডেশনটি ইঞ্জি মেহেদী হাসানের হাত ধরে ২০০৯ সালে যাত্রা শুরু করে রানা প্লাজায় আর্থিক অনুদান, টেক্সটাইল সেক্টরে বিভিন্ন কার্যক্রমের উপর সভা সেমিনার, অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো, মে দিবস পালন, ইফতার মাহফিলের আয়োজন, শীতকালে শীত বস্ত্র বিতরণ, বন্যার্তদের আর্থিকভাবে সহযোগিতা করে আসছে। প্রতি বছর বি.জি.ডব্লিউ.টি.এফ এর সকল সদস্যদের নিয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টার ও ঢাকা রিজেন্সীর মত বড় বড় হোটেলে বার্ষিক সাধারণ সভা ও টেকনোলজিষ্টদের মিলন মেলা করে আসছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, গ্রুপ ডিরেক্টর, গ্রুপ চেয়ারম্যান ও বি.জি.এম.ই,এ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন। বর্তমানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের ভোটের মাধ্যমে ২০১৯-২০২০ সেশনে সভাপতি হিসেবে ইঞ্জিঃ জাকির হোসেন লেলিন ও সাধারন সম্পাদক হিসেবে অনন্ত কুমার মালো দায়িত্ব পালন করে আসছেন


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৫-০২-২০২১ ১২:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 921 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com