"মুজিব বর্ষ উপলক্ষে স্থল চরে ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প "
২৬ অক্টোবর, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ন

  

"মুজিব বর্ষ উপলক্ষে স্থল চরে ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প "

নিউজরুম
২৩-০২-২০২১ ১০:০০ অপরাহ্ন
"মুজিব বর্ষ উপলক্ষে স্থল চরে ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প "
মুজিব বর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ এই শ্লোগান কে সামনে রেখে মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারী) স্থল চরে তেঘুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ( দুর্গম চর) ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।

এসময় চিকিৎসা সেবা দেন মেডিকেল অফিসার ডাঃ আবু জাফর, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ এস এম আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী আঃ আল মামুন, ইনসাফ, জামিরুল,সি এইচ সি পি রাজ্জাক ও সোবহান।

প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থা পত্র ও ঔষধ সরবরাহ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


নিউজরুম ২৩-০২-২০২১ ১০:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 648 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com