শাহজাদপুরে ব্যতিক্রমি মাইকিং
২৫ অক্টোবর, ২০২৫ ০৩:১৫ অপরাহ্ন

  

শাহজাদপুরে ব্যতিক্রমি মাইকিং

দিলীপ গৌর
২৩-০২-২০২১ ০৫:৫৬ অপরাহ্ন
শাহজাদপুরে ব্যতিক্রমি মাইকিং

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এক ব্যতিক্রমি মাইকিং। আজ ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনভর শাহজাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভায় এক যোগে করোনা ভাইরাস  (কোভিড- ১৯), বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনা সৃষ্ঠির লক্ষ্যে মাইকিং করা হয় এবং সেই সাথে বিভিন্ন ধরনের স্ট্রিকার, হ্যান্ডবিল বিতরণ করা হয়।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির শিউলী রানী ও রাবেয়া খাতুন জানান, আমরা শিশু নির্যাতন ও বাল্য বিবাহ সহ বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে মাইকিং এর পাশাপাশি সভা সমাবেশ করছি এবং এগুলো প্রতিরোধে জরুরি মোবাইল নম্বর প্রদান করছি। এছাড়া শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা আমাদের সার্বিক সহযোগিতা করছে।
 

 


দিলীপ গৌর ২৩-০২-২০২১ ০৫:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 438 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com