শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-০২-২০২১ ০৩:২০ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে ৩৭ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই ম্যারাথনের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান , সহকারী কমিশনার (ভুমি) এসএম রবিন শীষ, সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম প্রমুখ। ম্যারাথনটি উপজেলা পরিষদ ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে পৌরসদরের ৫ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে ম্যারাথনটি শেষ করে। ম্যারাথনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com