উল্লাপাড়ায় করোনা টীকা নিলেন সাংবাদিক ময়নুল হোসাইন
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা টীকা (ভ্যাক্সিন) গ্রহণ করলেন সাংবাদিক ময়নুল হোসাইন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টীকাদান কেন্দ্রে গিয়ে ভ্যাক্সিনের প্রথম ডোজ গ্রহণ করেন। এরআগে তিনিই অনলাইনে রেজিষ্ট্রেশন করে টীকাকার্ড সংগ্রহ করেন।
সাংবাদিক ময়নুল হক জানান, করোনা ভ্যাক্সিন গ্রহণের পর তেমন কোন পার্শ্বপ্রতিক্রীয়া দেখা যায়নি, সবাইকে তিনি অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে ভ্যাক্সিন গ্রহণের আহ্বান জানান।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)কোভিট-১৯ ভ্যাক্সিনেশন টিম এর প্রশিক্ষক ও প্রধান টীকাদানকারী ডা. মোঃ আলামিন হোসেন বলেন, করোনা ভ্যাকসিন ডোজ গ্রহণে প্রথমে মানুষের মধ্যে শঙ্কা কাজ করছিল। এর তেমন কোন পার্শ্বপ্রতিক্রীয়া না থাকায় শঙ্কা কেটে গেছে। যে কারণে প্রতিদিন টিকাগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। তিনি আরো জানান অন্য উপজেলার তুলনায় উল্লাপাড়ায় টিকা গ্রহণের সংখ্যা বেশি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আলহাজ্ব আবু তাহের ফারুকী,সহকারী স্বাস্থ্য পরিদর্শক মহাব্বত আলী,এমটি (ই,পি,আই) জিল্লুর রহমান,নয়ন হোসেন সহ আরো অনেকেই।