কাজিপুরে মসলা বীজ উৎপাদন ও সংরক্ষণে মাঠ দিবস অনুষ্ঠিত
১৩ অক্টোবর, ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন

  

কাজিপুরে মসলা বীজ উৎপাদন ও সংরক্ষণে মাঠ দিবস অনুষ্ঠিত

আব্দুল জলিল
১৭-০২-২০২১ ০৮:৫২ পূর্বাহ্ন
কাজিপুরে মসলা বীজ উৎপাদন ও সংরক্ষণে মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ  কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর বারি সরিষা -১৪ এর মাঠ দিবস পাটাগ্রাম ব্লকের পুর্ব দুবলাই অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ  আঃ করিম ।

বক্তব্য রাখেন কাজিপুর উপজেলার  কৃষি অফিসার  রেজাউল করিম , কৃষি সম্প্রসারণ অফিসার ফয়সাল আহমেদ । শেষে অতিথিগণ কৃষকের প্রণোদনার ভুট্টার জমি পরিদর্শন করেন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।


আব্দুল জলিল ১৭-০২-২০২১ ০৮:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 349 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com