শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০২-২০২১ ০৮:১২ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: গত ৭ ফেব্রুয়ারী থেকে দেশ ব্যাপী করোনা ভাইরাস রোধে গনটিকা কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এই টিকা কার্যক্রম অব্যহত রয়েছে। এর মাঝে নিবন্ধন করে করোনার টিকা নিলেন বেলকুচির পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার টিকাদান কর্নারে গিয়ে টিকা গ্রহন করেছেন বেলকুচি পৌরসভার নব নির্বাচিত মেয়র সাজ্জাদূল হক রেজা। টিকা গ্রহনের পর তিনি এই প্রতিবেদককে বলেন, আমি করোনা ভাইরাসের টিকা নিয়েছি।
এতে ভয়ের কিছু নেই। আমি আল্লাহর রহমতে এখনও সুস্থ ও স্বাভাবিক রয়েছি। এসময় তিনি আরো বলেন, করোনার টিকা নিয়ে যারা গুজব রটিয়েছে তারা এদেশে শত্রু। তারা জনগনের মঙ্গল চায় না বিধায় এসব ভিত্তিহীন গুজব রটিয়েছে মানুষের মাঝে আতংক সৃষ্টি করতে। এদের অসামজস্য পূর্ণ গুজবে কান না দিয়ে সবাই অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে করোনা ভাইরাসের টিকা গ্রহন করুন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, প্রথম ধাপে এই উপজেলায় বসবাসকারী ১০ হাজার ৯শ ৪০ জন মানুষকে গনটিকা কার্যক্রমে আওতায় আনা হবে। এ টিকা সেবা পাবে শুধু মাত্র অনলাইনে নিবন্ধন করবে যারা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com