শিরোনামঃ
![]() ১৬-০২-২০২১ ০৫:৪৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা। আগাম চাষের প্রতি মণ সরিষা বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫’শ টাকায়। অল্প সময়ে ফলানো এই ফসলের চড়া দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। ইতিমধ্যেই এই রবি শষ্য কেঁটে ঘরে তুলছে কৃষক। সরিষা ভান্ডার খ্যাতো তালগাছি হাটে গিয়ে দেখা যায় কৃষকেরা আগাম উঠতি শরিষা বাজারে নিয়ে বিক্রি করছেন। ভাল দাম পাওয়ায় খুব খুশি দেখা যায় কৃষকদের।
চলতি মৌসুমে এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও অধিক জমিতে সরিষা চাষ করেছেন কৃষকেরা। ভোজ্য তেলের দাম ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা সরিষা চাষের দিকে ঝুকে পড়েছেন। এবছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি দপ্তর। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় প্রায় ১১ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়।
তবে এ লক্ষ্যমাত্রার চেয়ে এবছর ২০০ হেক্টরের অধিক জমিতে সরিষা চাষ করেছেন কৃষকেরা। কৃষকেরা জানান, প্রাকৃতিক বিপর্যয় না থাকায় এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছে। সম্প্রতি কৃষকেরা উপলব্ধি করেছেন বোরো চাষের জমি ফেলে না রেখে আগাম রবি ফসল ফলালে তাকে লাভ বেশি।
এসব জমিতে কার্তিক মাসে বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে জমির আগাছা পরিষ্কার করে অল্প চাষেই সরিষা বপন করা হয়েছে। ৮০ থেকে ১০০ দিনের মধ্যে পাকা সরিষা কৃষকেরা ঘরে তুলতে পারবেন। এরপর জমি চাষ করে মাঘ মাসে ইরি-বেরো রোপন করতে কোন অসুবিধা হবে না। ফলে সরিষার মত অতি অল্প সময়ের ফসল চাষের চাহিদা দিন দিন বাড়ছে।
গাড়াদহ ইউনিয়নের পুরান টেপরী গ্রামের তৌফিকুল ইসলাম বাবু জানান, সে ৭৪ শতক জমিতে আগাম সরিষার চাষ করেছেন। জমি চাষ, সার কিটনাশকসহ খরচ হয়েছে ৬ হাজার ৫০০ টাকা। কোন প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ১৬ মন সরিষা উৎপাদন হয়েছে। যার মুল্য প্রায় ৩৫ হাজার টাকা। মাত্র তিন মাসেই ফসল ঘরে এসেছে।
পরবর্তীতে ওই জমিতে বোরো চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে। তালগাছি হাটের সরিষার পাইকার লিয়াতক আলী ও রেজাইল করিম জানান, বাজারে নতুন সরিষার আমদানী হচ্ছে। মান ভেদে প্রতি মণ সরিষা ২২শ থেকে ২৫’শ টাকায় ক্রয় করা হচ্ছে। পুরো মৌসুমে দাম কিছুটা ওঠা নামা করবে।
শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম জানান, অনুকুল আবহাওয়া ও নিবিড় পরিচর্যার কারণে এ উপজেলায় এবার সরিষার বাম্পার ফলনে হবে বলে আশা রাখি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com