এনায়েতপুরে অগ্রণী ব্যাংকের শাখা স্থানান্তর না করার জন্য মানব বন্ধন
২৫ অক্টোবর, ২০২৫ ০৬:১৩ অপরাহ্ন

  

এনায়েতপুরে অগ্রণী ব্যাংকের শাখা স্থানান্তর না করার জন্য মানব বন্ধন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৯-০২-২০২১ ০৩:৪৬ অপরাহ্ন
এনায়েতপুরে অগ্রণী ব্যাংকের শাখা স্থানান্তর না করার জন্য মানব বন্ধন

আধ্যাতিক জগতের মহান সাধক খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (র:) এর মাজার ও খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল সংলগ্ন ঐতিহ্যবাহী এনায়েতপুর পুরাতন বাজারে ৪৭ বছর যাবৎ অবস্থিত অগ্রণী ব্যাংক লিমিটেড এর শাখাটি স্থানান্তর না করার লক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা শাখা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু, বিশিষ্ট সমাজ সেবক আনিছ কমান্ডার, বিশিষ্ট ব্যবসায়ী সবুজ মুন্সি সহ এনায়েতপুর পুরাতন বাজারের সকল ব্যবসায়ী, একাউন্ড হোল্ডার ও গ্রামের সর্বস্তরের জনগণ। মানব বন্ধনে বক্তারা বলেন কোন অবস্থাতেই ব্যাকের শাখাটি স্থানান্তর করা যাবে না। এ লক্ষ্যে কর্তৃপক্ষ বরাবর ব্যাংক স্থানান্তর না করার লক্ষে শাখা ব্যবস্থাপকের মাধমে স্মারক লিপি পেশ করেন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৯-০২-২০২১ ০৩:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 732 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com