শাহজাদপুরে অনলাইন বুক শপ ‘দরিদ্র তারকা’র উদ্বোধন
১৬ অক্টোবর, ২০২৫ ০৯:০৪ অপরাহ্ন

  

শাহজাদপুরে অনলাইন বুক শপ ‘দরিদ্র তারকা’র উদ্বোধন

দিলীপ গৌর
০৮-০২-২০২১ ০৬:৫০ অপরাহ্ন
শাহজাদপুরে অনলাইন বুক শপ ‘দরিদ্র তারকা’র উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি : “আলোর জন্য বই, বইয়ের জন্য আমরা” এই শ্লোগানকে সামনে রেখে ‘দরিদ্র তারকা’ নামে অনলাইন বুক যাত্রা শুরু করেছে। বই মানুষের পরম বন্ধু আর এই বন্ধুকে কাছে পাবার সহজলভ্য উপায় হিসাবে গতকাল ৭ ফেব্রুয়ারি রোববার রাতে জোনাকি আয়োজনের মধ্য দিয়ে ‘দরিদ্র তারকা’ নামের অনলাইন বুক শপ এর উদ্বোধন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মাকসুদ রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক আমার সংবাদের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, মাই টিভির উপজেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, সময়ের আলো প্রতিনিধি নয়ন আলী, সাংবাদিক আসাদুর রহমানসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ‘দরিদ্র তারকা’ বুক শপ এর উদ্যোগক্তা মাকসুদ রহমান বলেন, এই অনলাইন বুক শপের মাধ্যমে সকল প্রকার বই খুবই সহজে এবং ন্যায্য দামে পাওয়া যাবে। তিনি আরো বলেন, এই বইয়ের লভ্যাংশের কিছু অংশ হত দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। এসময় উপস্থিত ছিলেন মাইটিভির শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, দৈনিক আমার সংবাদ শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক আমার সংবাদ এর এনায়েতপুর থানা প্রতিনিধি আসাদুর রহমান।


দিলীপ গৌর ০৮-০২-২০২১ ০৬:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 386 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com