শিরোনামঃ
![]() ০৭-০২-২০২১ ০৫:৫২ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে দৈনিক যুগান্তরের ২২ বছরের পদার্পন উপলক্ষ্যে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানবিক শিল্পপতি খ্যাত আলহাজ শেখ আবদুস ছালাম।
রবিবার (৭ জানুয়ারি) সকালে এনায়েতপুর থানা সদরের যায়েদ বিন হারিছা এতিম খানা কমপ্লেক্সে কোরআন তেলাওয়াত শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল গফুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক যুগান্তর প্রতিনিধি রফিক মোল্লা। এসময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, এতিম খানা ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আবদুল মতিন মীর, মুহতামিম হাফেজ আহসান উল্লাহ, এনায়েতপুর অটিজম স্কুলের সহসভাপতি হাজী আবদুল মোতালেব, স্থানীয় ইউপি সদস্য সোহরাব আলী, এনায়েতপুর প্রেসক্লাবের সহভাপতি ও বণিক সমিতির পরিচালক মুক্তার হাসান, আইসিএল স্কুলের প্রধান শিক্ষক ও একুশে টিভির সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আবদুল হাকিম মীর, হাজী আক্তার হোসেন ও শিক্ষক সোলায়মান হোসেন সহ হাফেজ ও এতিমখানার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা স্বাধীনতার চেতনা ধারন করে এগিয়ে চলা দৈনিক যুগান্তরের ২২ বছরে পদার্পনে শুভ কামনা জানিয়ে বলেন, যুগান্তরের এই বর্ষপূর্তি অত্যন্ত বেদানাবিধুর সময়ে পালিত হচ্ছে। কারন পত্রিকাটির স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম সম্প্রতি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। এজন্য স্বপ্নসারথির অনুপস্থিতিতে তার চিন্তার বাস্তবায়নের কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবার শপথ নেবার সময় এখন। বীরমুক্তিযোদ্ধ নুরুল ইসলাম ছিলেন সাদাকে সাদা ও কালকে কাল বলার মত দুর্দান্ত সাহসিকতার একজন দৃরচেতা মানুষ।
তিনি জীবদ্দশায় তার কর্মময় জীবনের নানা সময়ে সত্যের সন্ধানে তার মিডিয়া গুলো কাজ করবে এমন প্রত্যায় ব্যক্ত করে গেছেন। বক্তারা আরও বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশপ্রেমিক সাহসী শিল্পোদ্যোক্তা ছিলেন। স্বাধীনতাযুদ্ধেও ছিল তার অগ্রণী ভুমিকা। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন স্পষ্টভাষী। তার ভাল কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে যুগান্তর আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com